নিজস্ব প্রতিবেদক ►
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের পলাশপাড়া নিবাসী পক্ষাঘাত গ্রস্থ মো. আব্দুল হামিদকে হুইল চেয়ার প্রদান করা হয়। এ উপলক্ষে আজ শনিবার গাইবান্ধার পলাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কে›ন্দ্রীয় কমিটির সদস্য ও ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান সাহান।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নিজ অর্থায়নে এ পর্যন্ত গাইবান্ধায় ৮ জন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।